চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে পড়ে জান্নাতুল ফেরদৌস ইকরা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার আমির মাঝির বাড়ির মুসলিম উদ্দীনের মেয়ে।
সোমবার (২০ সেপ্টেম্বর) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে গিয়েছে ইকরা। আজ সকালে ঘুম থেকে ওঠে ইকরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ছিপাতলী ওমা গাজীর বাড়ির পুকুরে শিশুটিকে ভেসে ওঠতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হিমু মজুমদার জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।
















