চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
আজ ২০ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। তবে ভোটারের সংখ্যা অনুযায়ি তার আগেই ভোট শেষ হতে পারে।
জানা যায়, একটি কেন্দ্র পশ্চিম গোমদন্ডী গোলদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএমে ভোট হচ্ছে। পাঁচ প্রার্থীর মধ্যে ভোটের উত্তাপ বা ভোটারদের আগ্রহ-কোনোটার অভাব নেই। সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে নির্বাচনী এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহনে সীমিত নিষেধাজ্ঞা কার্যকর হয়। ঘোষণা করা হয়েছে যান চলাচলে সীমিত নিষেধাজ্ঞা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোট নেওয়া হচ্ছে। কেন্দ্রে সবার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী রেখেছেন। স্বাস্থ্য সুরক্ষার বার্তা নিয়ে কেন্দ্রের বাইরেও ব্যানার টাঙিয়েছে হয়েছে।
এ সাধারণ আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। পৌরসভার ০৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন ১.রেজাউল করিম (পাঞ্জাবি পাখা, ২. মমতাজুর রহমান (উটপাখি মার্কা) ৩. কামাল উদ্দিন (ব্ল্যাক বোড মার্কা), ৪. মোঃ পারভেজ (ডালিম মার্কা) ও ৫. পেয়ার মোহাম্মদ টেবিল ল্যাম্প মার্কা।
গোলদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইটিং অফিসার মোঃ মামুন জানান, এই কেন্দ্রের ভোটের সংখ্যা ৩১৯৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৭৪৯, মহিলা ভোটার ১৪৫০ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারের উপস্থিতি দেখারমত।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। পুলিশ বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম জানান সকাল থেকেই বোয়ালখালীতে শান্তিপূণ ভোট গ্রহণ চলছে এখনোও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পায়নি আশা করি সুন্দর ও সুষ্ঠু ভাবেই আমরা নির্বাচন সম্পন্ন করতে পারব।
















