চট্টগ্রামের পটিয়া খরনা ইউনিয়নের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটিয়া খরনা ইউনিয়নের মোজাফফরবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, পরিমল সূত্রধর (৪৬), রায়মন সূত্রধর (৪৩) ও নিতাই সূত্রধরের (৩৮)।
সাইদুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে খরনায় টিনশেডের তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
















