মো: জয়নাল বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের আয়োজন করায় দুই কমিউনিটি সেন্টারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ জুন) দুপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত উপজেলার কানুনগোপাড়া নন্দন পার্ক ও তাজ পার্ক নামক দুই কমিউনিটি সেন্টারে জরিমানা করেন।
এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। তিনি বলেন, বিয়ের আয়োজন করায় দুই কমিউনিটি সেন্টারকে ৭ হাজার টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা ও বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদেরকে সর্তক করা হয়েছে ।