চট্টগ্রাম জেলা জজের বাস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে শহীদ এসএম খালেদ রোড বাস ভবনে এ আগুন লাগে ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর রূপন কান্তি বিশ্বাস বলেন, জেলা জজের বাস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে নগরীর চন্দনপুরা ও আগ্রাবাস ফায়ার স্টেশন থেকে ৪ অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ করছে ফায়ার সার্ভিস।
















