চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়ার পর ১৪ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন।
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি গত ৫ সেপ্টেম্বর ঘটলেও গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটি জানতে পারে।
গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকের সহযোগী মো. মেহেদী হাসান মুন্না (১৯), সিকিউরিটি গার্ড সাকিব (২১) এবং মো. হাসান তারেক (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাবির সঙ্গে শিশুটি আগ্রাবাদে চিকিৎসকের কাছে যাচ্ছিল। পথে ফুটপাতে পথচারীদের প্রচণ্ড চাপের কারণে ভাবিকে হারিয়ে ফেলে সে।
মুন্না তাকে আগ্রাবাদ সিঅ্যান্ডএফ টাওয়ারের সামনে খুঁজে পেয়েছিল এবং তাকে বাসস্থান খুঁজে পেতে সাহায্য করার আশ্বাস দিয়েছিল। পরে মেয়েটিকে টেকনিক্যালি সিএনজিতে করে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকার বাড়িতে নিয়ে যান। ভিকটিমকে সেখানে তিনজন ধর্ষণ করে। পরে আবার ভিকটিমকে নগরে নামিয়ে দিয়ে যায় মুন্না।
ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে বুধবার রাতে থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে বুধবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
















