চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে হাজীপাড়া গ্রামে নলকূপের সামনে বালতিতে রাখা পানিতে পড়ে হামিদুর রহমান আয়াত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর)বিকালে হাজীবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহর পুত্র সন্তান ।যার বয়স হয়েছিল প্রায় দুই বছর।
জানা যায়, শিশুর পিতা আবদুল্লাহ একজন দিন মজুর, সে প্রতিদিনের মতো আজই কর্মস্থানে চলে যায়। এ দিকে তার স্ত্রী শিশু পুত্রকে নিয়ে গেল গোসলখানা যায়, স্ত্রী নলকূপের পানি ভর্ত্তি করে
বাথরুমে গেলে! এ সময় শিশু পুত্র বালতিতে রাখা পানিতে পড়ে গেলে আর উঠতে পারিনি এবং শিশুর মৃত্যু হয়।
কারো মতে, মা শিশু পুত্রকে নিয়ে ঘুমিয়ে পড়ে এবং মাকে ঘুমিয়ে রেখে শিশু পুত্র নলকূপের সামনে রাখা বালতির পানিতে উঠে যায় এবং শিশুর মৃত্যু হয়।
















