চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আবদুল মান্নান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের হাওলাদার বাড়িতে পানির মোটর চালু করার সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. আবদুল মান্নান একই গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক এসআই নুরুল আলম আশেক জানান, সকাল ৯টার দিকে নিজ বাড়িতে পানির মোটর চালু করার সময় আবদুল মান্নান বিদ্যুৎস্পৃষ্ট হন পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
















