আমেরিকার “ওড়িশী একাডেমী” আয়োজন করে ৩ ঘন্টাব্যাপী অনলাইন নৃত্যসন্ধ্যা’র ১২ তম পর্বে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের, চট্টগ্রাম থেকে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পীও নৃত্য পরিচালক,’ওড়িশী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’, এর পরিচালক প্রমা অবন্তী।
এছাড়াও জোফিয়া লিকোটা ওড়িশী নৃত্য পরিবেশন করেন পোল্যান্ড, কর্জো থেকে। তাঁদের পরিবেশনায় মুগ্ধ দর্শক এবং স্বনামধন্য গুরুরা।
গুরুদের আসনে গুণী দুই শিল্পীর প্রশংসা ও বিশেষ মতামত প্রদান করেন পদ্মশ্রী গুরু রামিল ইব্রাহিম, কুয়ালালামপুর মালয়েশিয়া, আচার্য গুরু রবীন্দ্র আটিবুধী, মুম্বাই; ভারত, বিচিত্রানন্দ স্বওয়াইন, ভুবনেশ্বর; ভারত। গুরু জয়শ্রী মহাপাত্র, বস্টোন, আমেরিকা। গুরু ধনেশ্বর স্বওয়াইন, ভুবনেশ্বর; ভারত ও সংগীতা দাশ, পন্ডিচেরী ভারত।
বাংলাদেশে ওড়িশী নৃত্যের শুদ্ধ প্রচার ও প্রসারে প্রমা অবন্তী’র পরিকল্পনা ও কর্মের বিশেষ প্রশংসা করেন তাঁরা।
প্রমা অবন্তী বাংলাদেশে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ওড়িশী নৃত্য শিক্ষা লাভ করেন। ১৯৮৯ সালে আই. সি. সি. আর এর বৃত্তি নিয়ে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রি-ডিগ্রি (এইচ.এস.সি), বি.এ (অনার্স) এবং এম.এ (ওড়িশী) নৃত্যকলায় প্রথম শ্রেণীতে প্রথম হন।
তাছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘চন্ডিগড় বৃত্তি’ এবং ‘উদয়শংকর’ বৃত্তি লাভ করেন। প্রমা অবন্তী পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে ৩ বছর ওড়িশী নৃত্যের তালিম নেন। পাশাপাশি গুরু পৌষালি মূখার্জির কাছে ১২ বছর ওড়িশী নৃত্য শিক্ষা লাভ করেন।
প্রমা অবন্তী জাতীয় ও আন্তর্জাতিকভাবে ওড়িশী নৃত্য পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন। ২০১১ সালে বাংলাদেশে ওড়িশী নৃত্য প্রচার প্রসারের জন্য পৌষালী মুখার্জী একাডেমি, পশ্চিমবঙ্গ, কলকাতা তাকে ওড়িশী নৃত্যশিল্পী হিসেবে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করেন।
২০১৫ সালে উড়িষ্যায়, রাউলকেল্লায় আন্তর্জাতিক নাট্য ও নৃত্য উৎসবে বিদেশি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নৃত্য শিল্পী ও শ্রেষ্ঠ দল হিসেবে পুরস্কৃত হন। ইতিমধ্যে তিনি জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে ২ শতর বেশী একক ও দলীয় নৃত্য পরিবেশন করার গৌরব অর্জন করেন।
বিশেষ এই অনুষ্ঠানে প্রমা অবন্তী’র অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন তাঁরই দুই শিষ্যা ময়ূখ সরকার ও সাথী বিশ্বাস। যান্ত্রিক দিক লক্ষ্য রেখেছেন ওটিডিএমসি মিডিয়া পর্ষদ প্রধান, অভ্র বড়ুয়া।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন সিদ্ধার্থ নায়েক এবং উপস্থাপনায় ছিলেন মধুমিতা সাহু।
















