চট্টগ্রামের হাটহাজারীতে পোড়া তেল ও দুর্গন্ধযুক্ত সস দিয়ে খাবার তৈরি করায় আল ফয়েজ ফাস্ট ফুড অ্যান্ড বিরাণী হাউজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনার সময় এ জরিমান করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির খাবার তৈরি ও পরিবেশন প্রক্রিয়া পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছিল আল ফয়েজ ফাস্ট ফুড অ্যান্ড বিরাণী হাউজ নামে একটি প্রতিষ্ঠান।
সব কিছু যাচাই বাছাই করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।
















