চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর রানী রাসমনি ঘাট এলাকায় গাড়ির ধাক্কায় গোপাল দাস (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন।
তিনি দক্ষিণ কাট্টলী ১১ নং ওয়ার্ডের হরিলাল দাশের ছেলে।
আজ শুক্রবার (১৮ জুন) সকালে সাগর পাড়ের সড়কে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
শীলব্রত বড়ুয়া বলেন, সকালে মাছ ধরতে বাসা থেকে বের হন গোপাল দাশ। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়িটি কী ধরনের তা নিশ্চিত হওয়া যায়নি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গোপালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।