চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী’র সাথে চট্টগ্রাম শহরস্ত কার্যালয়ে চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
চন্দনাইশ পুজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটোর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা পরিষদের সাবেক সভাপতি উৎপল রক্ষিত, উপদেষ্টা পরিষদ সদস্য সন্তোষ দাশগুপ্ত, সহ-সভাপতি সমীরণ দাশ তপন, ভবসংকর ধর, কুমার রায় চৌধুরী, সুনিল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বাবু দাশ বাবলু, সহ-অর্থ সম্পাদক সুবল দেব, দপ্তর সম্পাদক সৌরভ দাশ শুভ্র, গণ যোগাযোগ সম্পাদক সুশান্ত চক্রবর্তী শুভ, সমাজ কল্যাণ সম্পাদক মিল্টন মহাজন, ধর্মীয় প্রতিষ্টান সংরক্ষণ বিষয়ক সম্পাদক দেবু দাশ, পুজা পরিষদের কার্যকরী সদস্য অলক কুমার দে, বিকাশ চন্দ্র দে, সুভাষ দাশ, গৌতম দাশ, শয়ন শীল, টিপু দাশ প্রমুখ।
এসময় সংসদ সদস্য বলেন জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। যার ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন মঠ মন্দিরের উন্নয়ন হচ্ছে। বর্তমানের ধারাবাহিকতায় আগামীতেও সনাতনী সম্প্রদায়ের উন্নয়নে আমার সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।
















