বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে বৃহস্পতিবার বিকালে চারিয়া নয়াহাট বাজার পি আপ ভ্যান ও সিএনজি অটোরিকসা সংর্ঘষে মাওলানা হারুনুর রশিদ(৪৫) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে। দূর্ঘটনায় মো. সুলতান (৩০) ও মো. আজম (২৫) নামে দুই সিএনজি যাত্রী আহত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে একটি সিএনজি অটোরিকসা যাত্রী নিয়ে নাজিরহাট দিকে যাচ্ছিলেন। পথিমধো উক্ত স্থানে পৌছলে হাটহাজারীমুখী একটি ঔষধ কোম্পানীর পিকআপ ভ্যান সিএনজি ট্যাক্সিকে ধাক্কা দেয়।
এতে তারা হতাহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা হারুনুর রশিদকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি চারিয়া নেজামিয়া জামে মসজিদের ইমাম। তাঁর বাড়ী রংপুর। দূর্ঘটনায় আহত দুই যাত্রী আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় (বিকাল পাঁচটা) থানা পুলিশ ঘটনাস্থল অবস্থান করছেন।
উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন বলেন, সড়ক দুর্ঘটনায় মাওলানা হারুনুর রশিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অপর দুই জনের আঘাত গুরুতর হওয়ায তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
















