চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে ট্রলির ধাক্কায় ওবায়দুল রহমান নামের চার মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। শিশু ওবায়দুল রহমান একই এলাকায় তৌহিদুর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টায় হারুয়ালছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, দুপুর ১টায় তৌহিদুর রহমান বাইকে করে স্ত্রী ও ছেলেসহ বাড়ি থেকে বের হয়ে হারুয়ালছড়ি এলাকায় পৌঁছলে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয় স্ত্রী ও শিশু ওবায়দুল।
পরে দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চার মাসের শিশু ওবায়দুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
















