রিয়াদ হোসেন ,আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারার পারকি সৈকতে বীচে রাতের আঁধারে আসা মেয়াদোত্তীর্ণ পঁচা ভূতুড়ে মাল্টা অবশেষে প্রশাসনের উদ্যোগে গর্ত করে দেওয়া হলো মাটিচাপা।
কমলা রঙের টেনিস বল আকৃতির মাল্টা ছড়িয়ে ছিল সৈকতের বালিয়াড়ি আর বেড়িবাঁধের আরসিসি পাথরের ব্লকের ফাঁকে।
পারকি সৈকতের প্রায় আধা কিলোমিটারজুড়ে এমন দৃশ্য দেখা গেয়েছিল । হঠাৎ করে আসায় লোকজন এর নাম দিয়েছে ভূতুড়ে মাল্টা।
বৃহস্পতিবার (১৭-জুন) উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে বিকেল দিকে পারকী বীচে গর্ত করে এসব মাল্টা পুঁতে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত দেড়টা থেকে দুইটার সময়ে একটি প্রাইভেট কার ও দুটি কাভার্ডভ্যান করে মাল্টাগুলো পারকি সৈকত সংলগ্ন উত্তর পরুয়াপাড়া ঈদগাহ ঘাট ফেলে গেছে।
গতকাল চট্টগ্রাম নিউজ সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় এই মেয়াদোত্তীর্ণ ভূতুড়ে মাল্টা খবর প্রচার করা হলে প্রশাসনের নজরে আসে ।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, পারকী সৈকতে ফেলে যাওয়া মেয়াদোত্তীর্ণ মাল্টার কারণে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য গর্ত করে এসব মাটি চাপা দেয়া হয়েছে। কারা মালটা ফেলে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় রাতে ট্রাকে করে এনে এসব মালটা ফেলে রেখে গেছে। পুলিশকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।