চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে রাব্বি ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এসময় তিনি রাব্বি ফুড প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন।
এছাড়া একই অভিযানে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস হালিশহর এলাকায় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির দায়ে ৫ প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ।
















