চট্টগ্রাম নগরীতে বর্তমানে প্রায় ৩ লাখ রিকশার মধ্যে ২ লাখ ৩০ হাজার রিকশা অবৈধ বলে চসিক মেয়রকে অভিহিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
এছাড়া নগরীর সাড়ে ৩ লাখ যান্ত্রিক গাড়ি চলাচলে সড়কে বাধা হয়ে দাঁড়িয়েছে ফুটপাত অবৈধ দখলের কারণে। এতে নগরে যানজট বাড়ছে। এছাড়া নগরীর প্রবেশমুখে কন্টেইনার ডিপো স্থাপনও যানজটের বড় কারণ বলে মেয়রকে জানান তিনি।
বুধবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
এসময় মেয়র বলেন, পর্যায়ক্রমে অবৈধ রিক্সা অবশ্যই উচ্ছেদ করা হবে। এখন থেকে রিকশার বারকোড প্রদান করবে চসিক, সিএনজি ট্রাক্সিরও বারকোড ব্যবস্থা করতে সিএমপিকে দায়িত্ব নিতে বলেন তিনি। মেয়র আরও বলেন, ফুটপাতে টাইলস স্থাপন করে ফেন্সিং রেলিংয়ের মাধ্যমে সাজানো হবে। যাতে ফুটপাতের ওপর দোকান বসলে ক্রেতা সহজে বিক্রেতার নিকট পৌঁছাতে না পারে। যানজট সমস্যাটি অসহিষ্ণু মাত্রায় পৌঁছেছে । এর ফলে কর্মব্যস্ত নাগরিক জীবনের মূল্যবান কর্মঘন্টার অপচয় হচ্ছে। যার বিরূপ প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়ছে। তাই এই সমস্যার সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পুলিশের ট্রাফিক বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
এসময় উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ডিসি ট্রাফিক তারেক আহমেদ, মহিউদ্দীন খান প্রমুখ।
















