চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আহমদ হোসেন (৫৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আহমদ হোসেন লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে দুর্লভের পাড়ার মৃত আমিন শরীফের ছেলে। এই কয়েদি প্রায় ৫ বছর ধরে কারাগারে ছিলেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের জেল সুপার দেওয়ান তারিকুল ইসলাম।
তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর রাত পৌণে দশটার দিকে চট্টগ্রাম কারাগারের পদ্মা ভবনের ১৫ নম্বর সেলে তিনি অসুস্থতাবোধ করেন। এসময় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌণে একটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বুকের ব্যাথার কথা উল্লেখ করেছেন।
মৃত আহমদ হোসেনের বিরুদ্ধে পটিয়া ও লোহাগাড়া থানায় দুটি মামলা সাজা হয়। গত ২০১৬ সালের ২৭ জুন থেকে চট্টগ্রাম কারাগারে বন্দি হিসেবে আছেন। এরমধ্যে পটিয়া থানার মামলায় ৫ বছর ও লোহাগাড়া থানার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হন।
















