রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে প্রতিরোধে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুজিব বর্ষে জাতীয় দুর্যোগে প্রস্তুতি দিবস উপলক্ষে এ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ দুলাল কুমার মিত্র, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রমুখ।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।