চট্টগ্রামের কর্ণফুলীতে ১ হাজার আটশত পিস ইয়াবাসহ আকতার মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মইজ্জ্যারটেক ক্যাফে ফরহাদ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আকতার মিয়া কক্সবাজার জেলার পাগলির বিল গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ওসি দুলাল মাহমুদ বলেন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার এএসআই মোঃ এরশাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ক্যাফে ফরহাদ হোটেলের সামনে থেকে তাকে আটক করে।এসময় তার হেফাজতে রাখা ১ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।