নগরের বন্দর থানার ৫ নম্বর জেটিতে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. মাহমুদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) পৌনে চার টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বন্দরের ৫ নম্বর জেটির গেট এলাকায় পণ্যবাহী কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মো. মাহমুদ (৩৫) ও রঞ্জন বনিক (২৮)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত দু্ই মোটরসাইকেল আরোহীকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ নামে একজনকে মৃত ঘোষণা করেন। এতে গুরুতর আহত আরেকজনকে ২৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।