প্রকাশিত চারটি বই গল্পগ্রন্থ হওয়ায় দেবদ্যুতি রায় গল্পকার হিসেবে পরিচিতি লাভ করলেও কবিতা দিয়ে লেখালেখির যাত্রা শুরু করেছিলেন। চারপাশের জীবনের ঘটনা এবং রোজকার জীবনের চরিত্রগুলো তাঁর লেখার অনুপ্রেরণা। পেশায় সাব-রেজিস্ট্রার খুলনা নিবাসী এই লেখক নিয়মিত অনলাইন ও অফলাইন পত্রিকায় লিখে চলেছেন। লেখালেখির পাশাপাশি নিয়মিত বই পড়েন।
পেশায় চিকিৎসক কবি রাজীব বিশ্বাস একজন অন্তর্মুখী ও প্রচারবিমুখ মানুষ। পিতা-মাতা দুজনই শিক্ষক হওয়ায় এবং ছয় ভাইবোনের বিশাল পরিবারে চট্টগ্রামের কেলিশহরে প্রকৃতির কোলে বেড়ে উঠার সুবাদে পরিবারই ছিল তার সুন্দর ও সাংস্কৃতিক মননের বিদ্যাপীঠ। পরবর্তী জীবনে সহধর্মিণীর সহযোগিতা ও প্রেরণায় মেডিকেল কলেজ এর দেয়াল পত্রিকা এবং রংপুর এর আঞ্চলিক পত্রিকার গণ্ডি পেরিয়ে পাঠক সমাদৃত কবি হিসেবে পরচিতি পান। যার প্রেক্ষিতে দুই বাংলার কবিদের কবিতার সংকলনসহ ২০১৯ সালে পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ তুলসীতলা। এছাড়াও নিয়মিত কবিতা লিখে চলেছেন নানারকম অনলাইন পোর্টাল ও গ্রুপে।
এই দুজন অতিথি সম্পর্কে আরো কিছু জানতে চোখ রাখুন এই রবিবার ২৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯ টায় পেন্সিলের দেয়ালে।
বরাবরের মতো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন চারুলতা আরজু। 🙂
















