স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে বিএসটিআই’র নিবন্ধন সনদ ছাড়া ফার্মেন্টেড মিল্ক উৎপাদন ও বিক্রি করায় নগরীর কোতোয়ালী মোড়ের মেসার্স মিষ্টিমেলা ফুড প্রোডাক্টস লিমিডেটকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীকি মারমা।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) জারিন তাসনীম সিলি ও ঊর্ধ্বতন পরীক্ষক (মেট) মো. সাইফুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সীকি মারমা বলেন, ‘বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া ফার্মেন্টেড মিল্ক উৎপাদন ও বিক্রি করায় মেসার্স মিষ্টিমেলা ফুড প্রোডাক্টস লিমিটেডকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
















