রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহীসহ দু’জন নিহত হয়েছে। দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তারা মারা যায়।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজিত চৌধুরী (৩০) ও বিমল রায় (৩১)।
নিহত সুজিত নীলফামারী জেলার সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরী ও বিমল একই এলাকার ফুলচাঁন রায়ের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, ভোরে কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে আসছিল মোটরসাইকেলটি। হঠাৎ বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে থাকা ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুজনই মারা যায়।
লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে বলে জানান ওসি লিয়াকত।
















