পটিয়া প্রতিনিধি: বাংলাদেশের রাজনীতিতে ২১শে আগস্ট একটি কালো অধ্যায়। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়।
গ্রেনেড হামলার পাশাপাশি সমাবেশে নির্বিচারে গুলি চালানো হয়। সেদিনের সেই বিভীষিকাময় দিনের পর পেরিয়ে গেছে ১৭ বছর। এখনো সব অপরাধীর বিচার হয়নি।
সেদিনের সেই হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুইপ সামশুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুণর রশীদ, জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
সভায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দীন বশির ও মাষ্টার রিটন নাথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাসানউল্লাহ চৌধুরী। বিকাল ৩টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগ নেতৃবৃন্দরা মিছিল সহকারে যোগ দেয়।
















