রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: দীর্ঘ ৫ মাস বন্ধের পর ১৬ শর্তে পারকি সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্র দশনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।
করোনায় দীর্ঘ দিন নিষেধাজ্ঞা শেষে পর্যটকের আনাগোনায় আবারও প্রাণ ফিরেছে দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো সাগর কন্যা নামে খ্যাত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত পারকি সমুদ্র সৈকতে । সৈকতকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছে পারকি বীচের আশেপাশের দোকানপাট।
২০ আগস্ট (শুক্রবার )ও ২১আগস্ট (শনিবার) পারকী বীচ ঘুরে দেখা যায়, আনোয়ারা উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বাইক,সিএনজি, প্রাইভেট কার সহ নানা যানবাহন করে আসছেন দর্শনার্থীরা। অনেককেই দেখা যায় মাইক,সাউন্ড নিয়ে ট্রাকে করে নেচে নেচে আসতে। কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউবা বন্ধুদের সাথে। এসমস্ত পর্যটকদের মধ্যে যুবক-যুবতী থেকে শুরু করে রয়েছেন শিশু ও বৃদ্ধও।
কেউ বাইক নিয়ে ছুটছে, কেউ ঘোড়া দৌড়াচ্ছে, কেউ সাগরের সৌন্দর্য উপভোগ করছে ঘুরে, কেউ বন্ধুদের সাথে মেতেছে ফুটবলে,কেউ সময় পার করছে জুয়াড়িতে, আবার কেউ ব্যস্ত সেল্পিতে। সমস্ত পারকী বীচ জুড়ে এইসমস্ত দৃশ্যই চোখে পড়ে।
তবে, মানুষের সমাগম বাড়লেও লক্ষ্য করা যায়না স্বাস্থ্যবিধি মানার বিষয়টি। পর্যটকদের অধিকাংশের মুখে মাস্ক ছিলোনা,মানা হচ্ছিল না সামাজিক দূরত্বও।
বীচে পরিবার নিয়ে বহদ্দারহাট থেকে ঘুরতে আসা রহিম নামের এক দর্শনার্থী বলেন,বছরজুড়ে করোনা মহামারীর কারণে সব কিছু বন্ধ থাকায় তেমন কোথাও যাওয়া হয়নি। বাচ্চারা ঘরে থাকতে থাকতে কেমন জানি হয়ে যাচ্ছে তাই পরিবারের সকলকে নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ঘুরতে এসেছি।
বীচে থাকা এক দোকানীর সাথে কথা হলে তিনি বলেন, সারাবছর লকডাউনের ফলে তেমন ব্যবসা হয়নি। এতদিন দোকান বন্ধ ছিলো গত বৃহস্পতিবার থেকে খুলেছি।
বৃহস্পতিবার তেমন পর্যটক না আসলেও আজ ও গতকাল থেকে পর্যটক আসা শুরু করছে। এতদিন অনেক কষ্ট করে দিন কাটাইছি হয়তো এআার একটু স্বস্তি পাবো।
পারকী বীচের সার্বিক অবস্থা নিয়ে পারকী বীচ পরিচালানা কমিটির সভাপতি,উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, এটা যেহেতু কর্ণফুলী থানার আওতায় তাই বন্দর পুলিশ ফাঁড়ী এটার নিরাপত্তার বিষয়ে কাজ করে। আর পারকী বীচের জন্য টুরিস্ট পুলিশের একটি ক্যাম্প করার বিষয়ে উধ্বতন কর্মকর্তা সাথে কথা বলেছি আশা করছি শীঘ্রই এটা হয়ে যাবে।
















