চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্দ্যোগে চলমান করোনা মহামারী প্রতিরোধক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে নগরীর প্রবর্তক ইসকন মন্দিরে বসানো হয়েছে করোনা প্রতিরোধক বুথ। যে বুথ থেকে হাত বাড়ালেই মিলেবে বিন্যামূল্যে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার।
আজ বিকেল ৩ টায় এই করোনা প্রতিরোধক বুথের উদ্ভোদন করেন বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।
এসময় উপস্থিত ছিলেন প্রবর্তক ইসকন মন্দিরের সভাপতি লীলারাজ গৌর ব্রহ্মচারী,সাধারণ সম্পাদক দারুব্রহ্ম দাস ব্রহ্মচারী, সোমনাথ গৌর দাশ, রুখেশ্বর গৌরাঙ্গ দাশ, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনির ইসলাম।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন,লকডাউন পরবর্তী এই সময়ে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতা। এখন জনগণকে ঘরের বাইরে আমরা শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পারলেই করোনার ভয়াবহতা থেকে দেশকে সুরক্ষিত রাখা যাবে, করোনা সংক্রমনের হার নিয়ন্ত্রণে রাখা যাবে।
তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার আজকের দিনে একটি অপরিহার্য উপাদান হয়ে দাড়িয়েছে। তাই এই সময় আসুন আমরা সকলকে সচেতন থাকি এবং নিজনিজ এলাকায় মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার সেবা নিশ্চিত করি।
মন্দিরের সভাপতি লীলারাজ গৌর ব্রহ্মচারী বলেন, করোনা প্রতিরোধক বুথ বর্তমান মহামারীতে অতিব গুরুত্বপূর্ণ মাধ্যম। মন্দিরে অনেক দর্শনার্থী মাস্ক ছাড়া প্রবেশ করে যার ফলে স্বাস্থ্য ঝুঁকি থাকত। শিক্ষা উপমন্ত্রীর এই বুথ কার্যক্রমের ফলে মন্দিরের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।
















