সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বড়শিতে মাছ ধরতে গিয়ে পৃথক দুটি ঘটনায় দুই মাছ শিকারীর সলিল সমাধি ঘটে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লেকে মাছ শিকারে গিয়ে লেকের পানিতে ডুবে আবুল কাশেম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত কাশেম ৪ সঙ্গিসহ বিএমএ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টিকেট কেটে সানসেট পয়েন্টে বড়শি দিয়ে মাছ শিকারে যান। ঐ দিন সকাল পৌনে ১০টায় আবুল কাশেমের বড়শিটি মাছের টানে ২৫ ফিট দূরে চলে যায়। তিনি বড়শি উদ্ধারের জন্য লেকে নেমে উঠে না আসলে সাথে থাকা সঙ্গিরা বিষয়টি বিএমএ কর্তৃপক্ষকে জানায়।
এব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, বিএমএ কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানায় বিষয়টি জানালে পুলিশসহ ডুবুরিরা এসে দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১ টার দিকে পানি থেকে লাশ উদ্ধার করেন।
এদিকে রবিবার উপজেলার বড় কুমিরা-সন্দীপ ফেরিঘাট এলাকায় সাগরে প্রতিদিনের মতো বড়শিতে করে মাছ ধরতে গেলে দুপুর একটার দিকে বড়শিটি পানির নিচে কোথাও আটকে যায়। পরে বড়শির খোঁজে নদীতে নামলে ভরা জোয়ারের পানিতে তলিয়ে যায় ছোট কুমিরা হিঙ্গোরী পাড়া গ্রামের ইসমাইলের পুত্র মোঃ নুর করিম (৩৭)।
দুপুর একটার দিকে এঘটনায়- পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ বাহিনী সন্ধ্যা পর্যন্ত লাশটি উদ্ধারে ব্যর্থ হয়। পরে রাত সাড়ে আটটায় ঘটনাস্থলে থেকে প্রায় দেড়’শ গজ দুরে খালের মধ্যে থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার মোঃ রাসেল রানা জানান, নুর করিম যখন পানিতে নেমে বড়শিটি তোলার চেষ্টা করেন তখন ভরা জোয়ার। এই কারণে হয়তো স্রোতে ভেসে যান তিনি। আমাদের ডুবুরিদল অনেক চেষ্টা করেও তার কোন হদিস পায় নি।
সন্ধ্যা ৭টায় দিকে ইউএনও মহোদয়ের নির্দেশে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।আমরা ফিরে আসার পর স্থানীয় লোকজনের চেষ্টায় লাশটি উদ্ধার হয়।
















