সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌরসভা এলাকায় ন্যায্য মূল্যে চলছে টিসিবির চাল বিক্রয় কার্যক্রম।
আজ (২৬ জুলাই) সোমবার সকাল থেকে পৌরসভায় এলাকায় ডিলারদের মাধ্যমে উপজেলার সামনে যুব চত্বর, সীতাকুণ্ড কলেজ রোড়, ইদিলপুর ও পন্থিছিলাসহ কয়েকটি এলাকায় ন্যায্য মুল্যে চাল বিক্রি করা হয়।
সুত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদর ও বিভিন্ন ইউনিয়নেও টিসিবির পন্য সামগ্রী ও চাল বিক্রয় কার্যক্রম চলছে। প্রত্যেক এলাকায় লকডাউনে নিন্ম আয়ের মানুষের জন্যে প্রত্যেকটি কেন্দ্রে দৈনিক ৩০০ জনকে কেজি প্রতি ৩০ টাকা নির্ধারণ করে প্রতিজনকে ৫ কেজি করে চাল দেয়া হচ্ছে বলে জানান ডিলার বোরহান ।
সীতাকুণ্ড পৌর মেয়র বদিউল আলম বলেন, পৌরসদরে কয়েকটি স্থানে ন্যায্য মুল্যে টিসিবির চাল বিক্রয় কার্যক্রম চলছে। লকডাউনে এলাকার গরীব, অসহায় ও নিন্ম আয়ের মানুষের ক্রয়ের সুবিধার্থে প্রতিদিন ৫ কেজি করে ন্যায্য মুল্যে চাল বিক্রয় চলবে বলে তিনি জানান।
















