পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নে গভীর রাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে গ্রামবাসীর হাতে ধরা খেয়েছেন ইমাম (২৮)।
রোববার (২৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। রাতভর তাদের সেখানেই রাখা হয়।
স্থানীয়রা জানান, ওই ইমাম দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করছেন। রোববার (২৫ জুলাই) রাতে গ্রামের এক ব্যক্তি তাকে দুই সন্তানের জননী ওই গৃহবধূর ঘরে প্রবেশ করতে দেখেন। এ সময় চাঁদের আলোয় ওই ইমামের চেহারা স্পষ্ট দেখতে না পেয়ে তিনি গ্রামের আরও কয়েকজনকে ডেকে এনে এবং গৃহবধূকে ডাকাডাকি করলে ওই ইমাম পেছনের গেট দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করে এবং ওই নারীসহ মসজিদের সামনে সড়কের পাশে থাকা খুঁটিতে বেঁধে রাখে।
ঘটনার সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মাজেদ হোসেন জানান, ঘটনার পর পরই আমি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। রোববার (২৫ জুলাই) রাতেই চেয়ারম্যানের স্ত্রী সন্তান জন্ম দেয়ায় তিনি ব্যস্ত রয়েছেন।
ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ জানে না। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
















