চলমান কঠোর লকডাউনে সড়কে গাড়ি না পেয়ে কোতোয়ালী থানার ওসির গাড়িতে করে হাসপাতালে গেলেন কুলসুম বেগম নামে এক প্রসূতি নারী।
আজ শনিবার, ২৪ জুলাই সাড়ে তিনটার দিকে স্বামী ওমর ফারুক শান্ত ফোনে প্রসূতি স্ত্রীকে মেডিকেলে নেওয়ার জন্য গাড়ি না পাওয়ার কথা জানালে ওসি নেজাম উদ্দিন তার সরকারী গাড়িতে করে মেডিকেলে পৌছানোর ব্যবস্থা করেন।
পুলিশ জানায়, পটিয়া থানার চিবাতলী গ্রামের ওমর ফারুক শান্ত নগরীর কোতোয়ালী থানা এলাকায় দিনমজুরের কাজ করেন। আজ শনিবার সাড়ে তিনটার দিকে স্ত্রী কুলসুম বেগমের হঠাৎ সন্তান প্রসবের ব্যাথা উঠলে মেডিকেল নেওয়ার জন্য কোন গাড়ি না পাওয়ায় ফোন দেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজামি উদ্দিনকে। ওসি নেজাম উদ্দিন তার বিপদের কথা শুনে নিজের ব্যবহারিত গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘কঠোর লকডাউনে ওমর ফারুক তার প্রসূতি স্ত্রীকে নিয়ে বিপদে পড়ার কথা ফোনে জানালে, আমি সাথে সাথে থানার ডিউটি অফিসার এসআই আফরোজাকে সহায়তা করার নির্দেশ দিই। পরে আমার (ওসির) ব্যবহৃত গাড়িতে করে ওমর ফারুকের স্ত্রীকে চমেক হাসপাতালে পৌঁছে দেওয়া হয় ।
সাধারণ মানুষকে বিপদে যে কোন ধরনের সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত বলেও জানান তিনি।
















