নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় চাকুরীর প্রলোভনে শহরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিন নারীকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরূরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে রৌফবাদ সোহাগের কলোনিতে এ অভিযান চালানো হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, সুরমা বেগম প্রকাশ সুমি (৩৫), তানজিল হোসেন (২২) ও এমরান হোসেন(২১)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে উদ্ধারকৃতদের নগরীতে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।রাজি না হলে আসামিরা ভিকটিমকে মরধর করতো। এ ব্যাপারে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করলে তাদের উদ্ধার করে অভিযুক্তদের আটক করা হয়। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
















