অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড কর্তৃক চতুর্থ শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫ টায় পৌরসদরে অবস্থিত নির্মাণাধীন সিকিউর সিটি বিল্ডিয়ের ২য় তলায় অস্থায়ী কক্ষে গোস্ত ও রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে আরাফাত উদ্দিন মিনহাজ (০৯) কে বলাৎকারের চেষ্টা করে গার্ড মোঃ রুহুল আমিন।
ছেলেটির চেঁচামেচিতে লোকজন জড়ো হওয়ার ভয়ে ছেড়ে দিলে সে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ছেলেটির মা মিনা আক্তার ছেলেটিকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত গার্ডকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশু বলাৎকারে আটক গার্ড মোঃ রুহুল আমিন (৫০) নোয়াখালী জেলার কবিরহাট কামেশ্বর ৮ নং ওয়ার্ডস্থ নাইয়ের পুতের বাড়ির মৃত দুলু মিয়ার পুত্র। নির্যাতিত শিশু আরাফাত উদ্দিন মিনহাজ (০৯) পৌরসদর ৩নং ওয়ার্ড গোডাউন রোডস্থ বেলায়েত মিস্ত্রী বাড়ির মোঃ আব্দুল লতিফের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, শিশু বলাৎকারের অভিযোগে আটক গার্ড এর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং (২৮) দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
















