চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে থানার সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাকিব নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের বাসিন্দা মো. খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব।
তিনি বলেন, বিকেলে আকবরশাহ থানা এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।
















