চট্টগ্রামের ফটিকছড়িতে খালে পড়ে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার ভূজপুর থানার হালদা নদীর রাবারড্যামে এ ঘটনা ঘটে।
সে চট্টগ্রাম কাজের দেউড়ি রাবেয়া রহমান গলির মোহাম্মদ সেলিমের পুত্র। চট্টগ্রাম এম.ই.এস.কলেজের (অনার্স থার্ড ইয়ার) ছাত্র।
জানা যায়, চট্টগ্রাম কাজের দেউড়ি এলাকা থেকে বন্ধুদের সাথে বেড়াতে এসে রাবারড্যামে ঘুরতে যায় ইব্রাহিমরা। অসাবধানতায় নিচে পড়ে গেলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান হাসাপতালে আসার আগেই তার মৃত্যু হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে ভুজপুর রাবারড্যাম এলাকায় ঘুরতে যান ইব্রাহীম। কিন্তু হঠাৎ অসাবধানতাবশত ড্যামের নিচে খালে পড়ে পানিতে তলিয়ে যান তিনি।
‘তার বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মরদেহটি ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
















