বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ার ম্যান শেখ ফজলে শানস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় করোনার এই মহাসংকটে রাস্ট্রনায়ক শেখ হাসিনা’র আহবানে আজ সকাল ১০টায় নগরীর নগরীর নিম তলা বিশ্ব রোড মোড়ে ও বেলা ১২টায় বড় পোল মোড় বজ্রকন্ঠ চত্বরে আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৬০০ জন সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়াের মানুষরে মাঝে রান্না করা বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ওয়াহিদ মুরাদ রাসেল, ইমতিয়াজ বাবলা, নেছার বিন ফয়সাল, বেলাল উদ্দীন, জিয়া উদ্দীন, মোঃ দিদার, ওমর ফারুক, নেজাম উদ্দীন, মাসুদুল আলম জিকু, মোঃ ইসমাঈল, মনিরুল হক মনির, জয় বাদশা, রাজু, রতন, আজাদ, আকবর, আমিন, শাহাজাহান বাপ্পী, রবিউল হোসেন তানিম, আলী নুর রুবেল, ফরিদ, ইউসুফ জনি, শাহনেওয়াজ শাকিল,আবিদ হাসান, সবুজ, হ্রদয়, আকাশ, কিরন, নিহাল, ইকবাল মামুন, আলতাফ, আসিফ, এম এ মান্নাব শিকদার, নাজমুলহক নোমান, আউয়াল খান শাহীন প্রমুখ।
এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, করোনার এই পরিস্থিতিতে সাধারণ নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে, আর জাতির চরম দুঃসময়ে জনগনের দুঃখ কষ্ট লাঘবে যুবলীগ দিন রাত কাজ করে যাচ্ছে।
তিনি ধৈর্য ও সাহসের সাথে একে অপরের প্রতি সহানুভুতিশীল থেকে এ পরিস্থিতিতে রাস্ট্র নায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যুবলীগ নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
















