রাজধানীর তুরাগে মাছের ঘের থেকে এক যুবতীর (১৮) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে সকালে ওই অজ্ঞাত যুবতীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবলু রহমান জানান, ঈদের দিনগত রাত ২টায় সংবাদ পেয়ে তুরাগ শেখদীরটেক এলাকার লাট মিয়া মাছের ঘেরের পানিতে থেকে ভাসমান অবস্থায় ওই যুবতীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
মরদেহ পচে ফুলে যাওয়ার কারণে শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে সমস্যা হয়েছে। নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউডি মামলা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
















