চট্টগ্রাম নগরে পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। এদিকে পশু কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণে কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার (২১ জুলাই) সকাল থেকে নগরের প্রধান সড়কগুলোতে জলকামান ছিটিয়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে সিএমপির ট্রাফিক বিভাগ।
সিএমপির এডিসি (পিআর) আরাফাতুল ইসলাম বলেন, ‘কোরবানির পরপরই রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
তিনি আরও বলেন, ‘রাস্তায় জন দুর্ভোগ লাঘব ও পশুর রক্ত অপসারণে আমাদের জলকামান গাড়িগুলো কাজ করছে। নগরের প্রধান সড়কগুলোতে আমাদের গাড়িগুলো যাচ্ছে। তবে গলি বা ছোট রাস্তায় গাড়ি প্রবেশ করতে পারছে না। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম এখনো চলছে। প্রয়োজন হলে আগামীকালও তা চলবে।’
এদিকে সকাল ৯টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে চসিকও।
















