চট্টগ্রামের ফটিকছড়িতে ডোবায় (জলাশয়) ডুবে মুহাম্মদ ও আহমেদ নামের তিন বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) কোরাবানি ঈদের দিন উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় রফিক সিকদার বাড়ির ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা পূর্ব সুয়াবিল কার্পাস পাড়া মোহাম্মদ তাহেরের জমজ দুই পুত্র।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে। খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পার্শ্বস্থ ডোবায় পড়ে ডুবে যায়। কোরবানির কার্যক্রম শেষে বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে ছেলেদের খোঁজাখুঁজি করছিলেন। এমন সময় ডোবায় মৃত অবস্থায় শিশু দুটোর লাশ ভেসে ওঠে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
















