রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্তিময় চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করছেন।
মৃত শান্তিময় চাকমা ওই এলাকার বাসিন্দা।
ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার (১৯ জুলাই) দিনগত রাতে শান্তিময় চাকমা মোবাইলফোন চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় চন্দ্রঘোনা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
















