চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালে নগরীর নিম্ন আয়ের প্রতিটি বিপন্ন মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী আপদকালীন সময়ের জন্য একটি স্বস্তিদায়ক উদ্যোগ। এই উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। এই দুঃসময়ে মানুষের পাশে যারা দাঁড়াতে পারবেন তারাই সত্যিকার অর্থে মহৎ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন।
তিনি আজ মঙলবার সকালে বাগমনিরাম ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার ( নগদ অর্থ) বিতরণকালে এ কথা বলেন। ১৫ নং ওর্য়াড ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণে এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন ১৫ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর,সাইফুল আলম বাবু,মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক দিদারুল আলম দিদার,ওর্য়াড আওয়ামী নেতা হাসান মনসুর,আমিনুল ইসলাম আমিন,নুরুল আজিম, রাসেল বাবু সহ প্রমূহ।
















