পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনার এই ক্রান্তিকালে চট্টগ্রাম নগরীর মসজিদে মসজিদে মুসল্লি, ইমাম, মুয়াজ্জিনদের জন্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
মঙ্গলবার (২০ জুলাই) নগরীর বেলোয়ার খাঁন (সঃ) জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, হযরত খাঁজা গরীবুল্লাহ শাহ (রঃ) জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ, অলি খাঁ জামে মসজিদ কাতালগন্জ বড় জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদে এসব সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
ছাত্রনেতা জাকারিয়া দস্তগীর বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মসজিদে সুরক্ষা সামগ্রী পাঠানোর ব্যবস্তা করেছি যাতে যাতে করে মুসল্লীদের সুবিধা হয়।
তিনি আরও বলেন যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ দাঁড়িয়েছে, দাড়াবে। বর্তমান করোনা মহামারীতে সকলকে ঘরে থেকে লকডাউন নিশ্চিত করতে, সরকারকে সহযোগীতা করার আহবান জানান
















