স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরন না করায় ইজারাদারদের বিরুদ্ধে তিনটি মামলাচট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় কোরবানীর পশুর বাজার, চান্দগাঁও থানার কর্ণফুলী কোরবানীর পশুরহাট ও পাঁচলাইশ থানার বিবিরহাট কোরবানীর পশুর বাজার মনিটরিং করা হয়।
এই সময় করোনাভাইরাজ জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরন না করায় ইজারাদারদের বিরুদ্ধে তিনটি মামলা রুজু পূর্বক ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরন করার জন্য ইজারাদারদের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে ম্যজিস্টেট পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও প্রদান করে। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য বৃন্দ।
















