বান্দরবান সদরে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাকিছড়ার কামাল মেম্বারের ব্রিকফিল্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পল্লী চিকিৎসকের নাম অংকথোয়াই (উগ্য) মারমা (৫০)। তিনি মৃত বইতামং মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ক্যায়ামলংপাড়া এলাকা থেকে রোববার রাতে অস্ত্রের মুখে পল্লী চিকিৎসক ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য অংকথোয়াই (উগ্য) মারমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।
এর পর সস্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ ব্রিকফিল্ড এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাকিছড়ার কামাল মেম্বারের ব্রিকফিল্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন আমি এবং আমার ইনভেস্টিগেশন টিম বর্তমানে ঘটনাস্থলে আছি লাশটি উদ্ধার করা হয়েছে।লাশের সুরতহাল পরিক্ষা করে তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডে জড়িত আসামীদের বিরুদ্ধে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
















