চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলে চালকের মর্মান্তিক মৃত্যু হয়।
সোমবার (১৯জুলাই) সকাল পৌনে আটটায় উপজেলার বাড়বকুণ্ড ইউপির আনোয়ারা পিএইচপি গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন ঢাকামুখী সড়কের পাশে এ দূর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম মোঃ নুর মিয়া (৪০)
সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালে জলাশয়ে ডুবে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও গাড়িটি উদ্ধার করি।
















