সিআরবির মধ্যে সংরক্ষিত পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে হাসপাতালের বিরদ্ধে চট্টগ্রামের ৫ শীর্ষ আওয়ামীলীগ একমত হলে হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন শুধুমাত্র একজন।
সিআরবির হাসপাতাল বিরোধী চট্টগ্রামের নাগরিক সমাজের অবস্থানের প্রেক্ষিতে গত শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জরুরি বৈঠকে বসেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ।
বৈঠকে সিআরবির মতো একটি হেরিটেজ এলাকায় বেসরকারি হাসাপাতলের বিরুদ্ধে ৫ শীর্ষ নেতা শক্ত অবস্থান নিলেও এক শীর্ষ প্রকারান্তরে হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন বলে বৈঠকে উপস্থিত দুই শীর্ষ নেতা চট্টগ্রাম নিউজকে জানিয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি সিআরবির হাসপাতাল নিয়ে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে যে ক্ষোভ দানা বেধে উঠেছে তা নিয়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের ৬ শীর্ষ নেতা নিজেরা একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছানোর জন্য গত শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রাম সার্কিট হাউসে বৈঠকে বসেন।
বৈঠকে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি, মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম.নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে আলোচনা শুরু হলে ৫ শীর্ষ নেতা একে একে নিজেদের বক্তব্যে বলেন, সিআরবির মতো কালচারাল অ্যান্ড হেরিটেজ জোনে (সংস্কৃতি ও ঐতিহ্য) হাসাপাতাল নির্মাণ হবে আত্মঘাতি।
এক শীর্ষ নেতা বলেন, পরিবেশ নষ্ট করে হাসপাতাল নির্মাণের পক্ষে আমিও নই। ৬ জনের মধ্যে শুধুমাত্র একজনই নানান প্রকার ইনিয়ে-বিনিয়ে হাপাতালের পক্ষে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন।
চট্টগ্রামের আওয়ামীলীগের এক শীর্ষ নেতা গতকাল চট্টগ্রাম নিউজকে জানান, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রায় নেতা সিআরবির পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। শুধুমাত্র একজন শীর্ষ নেতা হাসপাতলের পক্ষে বলেছেন।
এছাড়াও চট্টগ্রামের এক এমপিও ভেতরে ভেতরে এই হাসপাতালের পক্ষে। ঐ এমপির ছেলে হাসপাতালের ড্রাইরেক্টর বলেও জানান এই শীর্ষ নেতা।
















