রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: শাহিওয়াল, সম্রাট আর বাহাদুররা দখল করে নিয়েছে আনোয়ারার সরকার অনুমোদিত বৃহৎ ও অস্থায়ী পশুর হাট চাতরী- চৌমুহনী বাজার। বাজারে এই তিনটি গরুই এবারের কোরবানির পশুর হাটে সবচেয়ে বড় আকারের।
ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে জমে উঠতে শুরু করেছে বৃহৎ পশুর হাট ঐতিহ্যবাহী এই বাজার। এখানে বিশাল আকৃতির গরুগুলো দেখতে ভিড় করছে উৎসুক জনতা। অনেকে পাকিস্তানি শাহিওয়াল, নেপালি সম্রাট, বাহাদুরের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত।
অন্যদিকে এই বাজারে রাজত্ব করছে বৃহৎ আকারের ষাঁড়। যার নাম ‘কালাচাঁন’। দাম চাওয়া হয়েছে ৫ লাখ টাকা। এ ষাঁড়টির ওজন প্রায় ১২ মণ। বয়স ৫ বছর। লম্বায় সাড়ে ছয় ফুট ও উচ্চতায় ৫ ফুট।বেড়ে ওঠা উপজেলা বৈরাগের গুয়াপঞ্চক গ্রামের আবদুল আলীমের গোয়াল ঘরে। এর আগের বছর এই ষাঁড়টি উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গুলোতে তোলা হলেও এ বছর তা তোলা হয়েছে চাতরী চৌমুহনী বাজারে।
আবদুল আলীম বলেন, ‘ গরুটি আমি ৩ বছর আগে ১ লাখ টাকা দিয়ে কিনেছিলাম বড় করার জন্য। তখন অনেক ছোট ছিল। এই ৩বছর যত্ন করে বড় করে তুলেছি। এবার বিক্রির পালা। দাম চাওয়া হয়েছে ৫লক্ষ টাকা । কিন্তু ভালোমতোন দাম না উঠায় বিক্রি করা হয়নি। এছাড়া বাজার এখনও জমে ওঠেনি। কাছাকাছি হলে দিয়ে দিব। দেখি কি হয়। ’
ক্রেতাদের চাহিদায় মাঝারি আকারের গরু থাকায়, তেমন বড় গরু চোখে পড়েনি এই হাটে।
















