মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে দফায় দফায় পালিয়ে আসছে রোহিঙ্গারা গত দুই মাসের ব্যবধানে পুলিশের হাতে ধরা পড়েছে মোট ৬২ জন রোহিঙ্গা।
সর্বশেষ আজ শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে নারী ও শিশুসহ ২০ রোহিঙ্গাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৬ নারী, ৩ পুরুষ ও ১১ জন শিশু রয়েছে। আটককৃতরা হলো-মোবদুর রহমান (২৭), সেতেরা বেগম (২০), মোঃ সাব্বির (২৬), সঞ্চিতা বেগম (২২), রাজিয়া বেগম (২৩), নুরুল করিমা (২০), ছালমা খাতুন (৫০), জামাল হোসেন (২৪), নুর কায়দা (২৫), রুমানা (৬), নুর ফাতেমা (৩), মোঃ আয়াজ (০৮ মাস), জান্নাত আরা (৪), কিছমত আরা বেগম (২), মরিয়ম (০৮ মাস), মোঃ আবুল কাশেম (৭), ওসমান গনি (০৮ মাস), মোঃ আয়াত (৪), জান্নাত আরা (১), সেতেরা (৫)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, রোহিঙ্গারা সাগর পথে ইঞ্জিনচালিত নৌকাযোগে ভাসান চর থেকে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় ডুকে পড়ে। শনিবার ভোর সাড়ে ৫টায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে দিয়ে যাওয়ার ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ১১ জন শিশুকে আটক করে বেপজায় দায়িত্বরত আনসার সদস্যরা।
এসময় জিজ্ঞাসাবাদে তারা মায়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে একই এলাকা থেকে গত ৩০ মে ৩ দালালসহ ১০ জন রোহিঙ্গা, ২২ জুন ১৪ জন এবং গত ১১ জুলাই ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়।
মিরসরাই ০১৭৯৩১৬১৬২০
















