ভারতের নাট্য সংগঠন ‘গণনাট্য হাওড়ার’ আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল ১৮ জুলাই বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের পরে’ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সম্মানিত অলোচকবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন বি.এম.এ জামাল হোসেন, (মিনিস্টার পলিটিক্যাল) বাংলাদেশ উপ হাইকমিশন কোলকাতা।
ড.কুন্তল বড়ুয়া,অধ্যাপক নাট্যকলা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ, নাট্য নির্দেশক ও গবেষক।
ড.অসিত রায়,অধ্যাপক সংগীত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।ড.শাহাদাৎ হেসেন নিপু, বহুমাত্রিক শিল্পী, নির্দেশক, গবেষক, উপ-পরিচালক বাংলা একাডেমী বাংলাদেশ।
ড.আইরিন পারভীন লোপা, সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) শিল্পকলা একাডেমী বাংলাদেশ, আর্টিস্টিক ডিরেক্টর নাট্যম রেপার্টারি ঢাকা।
ড.শুভাশিস বসু, অতিথি অধ্যাপক, নাটক বিভাগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা।
আশিস দেব, সদস্য গণনাট্য ভারতীয় সংঘ,পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলী।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে গণনাট্য হাওড়ার ফেইসবুক পেইজ সহ কথাসুন্দর নাট্যদলের ফেইসবুক পেইজে।
















