নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল ও স্থাপনা নির্মাণ বন্ধের দাবীতে ১৬ জুলাই সকালে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে পরিবেশবাদী সংগঠন জোট গ্রিন এলায়েন্স বাংলাদেশ।
সংবিধানের ২য় ভাগের ২৪ ধারা অনুযায়ী ঐতিহ্যবাহী সিআরবি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত।
তাছাড়া মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী সিআরবিতে হাসপাতাল নির্মাণের সুযোগ নাই।
এরপাশাপাশি “জাতীয় পরিবেশ নীতি ২০১৮” এর ৩.১৭ ধারায় স্পষ্টভাবে বলা আছে- সারা দেশে খেলার মাঠ, পার্ক, বাগান, নার্সারি, উন্মুক্তস্থান ও ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহ সংরক্ষণে গ্রহণযোগ্য মানদণ্ড অনুযায়ী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
বক্তরা আরো বলেন দেশের প্রচলিত আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রামের ফুসফুস সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রক্রিয়া ঘোষণা দিয়ে বন্ধ করতে হবে। অন্যথায় চট্টগ্রামবাসী সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবে।
সংগঠনের নির্বাহী সভাপতি সাংবাদিক আবসার মাহফুজ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমানের সঞ্চালনায় অনু্ষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কর্ণফুলী ও পরিবেশ গবেষক ড. ইদ্রিস আলী, আমিনুর রশীদ কাদেরী, প্রফেসর নোমান আহমেদ সিদ্দিকী, মাহফুজুল হক চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি সাধারণ সম্পাদক মুজিবুল হক শুক্কর, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, কলামিস্ট মুহাম্মদ মুসা খান, মুহাম্মদ দিদারুল আলম, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মুহিতুল ইসলাম আদিল, এ কে জাহেদ চৌধুরী, উৎপল বড়ুয়া, সৈয়দা রিফাত আক্তার নিশু, সরওয়ার আমিন বাবু, শাহরিয়ার খালেদ, উৎপল বড়ুয়া, সীমা কুন্ডু, নাজিমুদ্দিন, নাহিদা খানম, ইসরাত জাহান উর্মি, নাসরিন সোলতানা খানম, সিদ্দিকুল ইসলাম, জাফর আহমদ, আবুল কালাম, জসিম উদ্দিন, এসএম শাহাদাত নবী খোকা, গোফরান উদ্দিন টিটু, আহমেদ কবির, গৌতম কুমার রায়, মাইনুল ইসলাম,মো. জসিম উদ্দিন, মাহফুজুল হক চৌধুরী, নাহিদা আলম, আবুল কালাম, দিদারুল আলম প্রমুখ।
















